শাহরিয়ার হিমু, বোরহানউদ্দিন প্রতিনিধি: ‘নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় আন্তর্জাতিক নারী প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর কার্যালয়ের যৌথ উদ্যোগে ৯ ডিসেম্বর সোমবার সকাল ১০টায় বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান-উজ্জামানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা চামেলী বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, বোরহানউদ্দিন সরকারি আবদুল জব্বার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আ. হালিম, বোরহানউদ্দিন মহিলা কলেজের উপাধ্যক্ষ মো. সোহরাব হোসেন এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পুষ্টিবিদ মো. বাবুল। এ ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি, জয়িতা নারী এবং সাংবাদিকবৃন্দ।
সভায় বক্তারা বেগম রোকেয়ার জীবন ও কর্মের ওপর আলোকপাত করেন। তারা বলেন, বেগম রোকেয়া ছিলেন নারী জাগরণের অগ্রদূত। তার অবদানের ফলে আজ নারীরা শিক্ষিত হয়ে সমাজে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একটি সমৃদ্ধ ও সহিংসতামুক্ত সমাজ গড়তে নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন বক্তারা।
অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় পাঁচজন জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়। তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।
আলোচনা সভায় বক্তারা নারীর ক্ষমতায়নের জন্য শিক্ষার গুরুত্ব এবং সকলের সমন্বিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এ আয়োজন বেগম রোকেয়ার চেতনা ধারণ করে একটি সুন্দর ও সমতাপূর্ণ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।