শাহরিয়ার হিমু, বোরহানউদ্দিন প্রতিনিধি: দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা; গড়বে আগামীর শুদ্ধতা—এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ২০২৪ সালের আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে ৯ ডিসেম্বর, সোমবার সকালে বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে একই স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান-উজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবুল কাইয়ুম হাওলাদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বোরহানউদ্দিন মহিলা কলেজের উপাধ্যক্ষ মো. সোহরাব হোসেন এবং বোরহানউদ্দিন সরকারি আবদুল জব্বার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আ. হালিম। এছাড়া বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজ, স্টেকহোল্ডার এবং সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
বক্তারা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “নীতির বিরুদ্ধে কোনো কাজ করাই দুর্নীতি। যদি আমাদের চারপাশে কোনো দুর্নীতির ঘটনা ঘটে, তবে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করতে হবে। সকলের প্রচেষ্টায় বাংলাদেশ একদিন দুর্নীতিমুক্ত সুখী ও সমৃদ্ধ দেশে পরিণত হবে।”
সভায় বক্তব্য রাখেন বোরহানউদ্দিন মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মনিরুজ্জামান। এসময় উপস্থিত শিক্ষার্থীরাও নিজেদের মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানের মাধ্যমে দুর্নীতিবিরোধী আন্দোলনে তরুণদের সম্পৃক্ত করতে এবং সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরা হয়।