• ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

আন্তর্জাতিক মানিবাধিকার দিবসে গোপালগঞ্জে ছাত্রদলের মানববন্ধন

report71
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২৪, ০৯:৪৬ পূর্বাহ্ণ
আন্তর্জাতিক মানিবাধিকার দিবসে গোপালগঞ্জে ছাত্রদলের মানববন্ধন

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : আন্তর্জাতিক মানিবাধিকার দিবসে গোপালগঞ্জে গুমের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের মুক্তি ও হত্যার বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। সরকারী বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রদল এ কর্মসূচী পালন করে।

আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা ১২টায় সরকারী বঙ্গবন্ধু কলেজ গেটের সামনে বঙ্গবন্ধু সড়কের উপর দাঁড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধন চলাকালে জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামান, জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, বিগত ১৬ বছর ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা ছাত্রদলের নেতাকর্মীদের গুম-খুন করে মানবাধিকার লঙ্ঘন করছে। গুম খুনের ঘটনার জন্য শেখ হাসিনার বিচার হওয়া দরকার। তা না হলে দেশে মানবাধিকার স্থাপন হবে না। #