মংচিন থান তালতলী প্রতিনিধি।।
বরগুনার তালতলীতে চলমান মোল্লারখালটি প্রভাবশালীরা লিজ নিয়ে দখল করার অভিযোগ পাওয়া গেছে। লিজ বাতিল করে খাল খননের দাবী জানিয়েছেন এলকাবাসী।
সোমবার (০৯) ডিসেম্বর বেলা ০১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি স্মারকলিপি দিয়েছে মোল্লারখাল পুনরুদ্ধার কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.আ.মান্নান
জানা গেছে, উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ জলাশয় এ মোল্লার খালটির প্রায় আড়াই কিলোমিটার। এ জলাশয় দিয়ে প্রায় ৫’শ একর জমিতে ৩ ফসলী জমি চাষাবাদ করা হয়। তবে প্রভাবশালী মহল মোটা অংকের উৎকোচের বিনিময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের ম্যানেজ করে খালটি লিজ নিয়ে মাছ চাষ করেন। এ কারণে জলাশয় বদ্ধ হয়ে যাওয়ায় চাষাবাদে বিঘ্ন ঘটে। পানি প্রবাহ বন্ধ থাকায় ৩ ফসলী জমি বর্ষা মৌসুমে চাষাবাদ করা হলেও শুকনা মৌসুমে জমি চাষাবাদ করা সম্ভব হয়না। ফলে শুকনা মৌসুমে জমি অনাবাদী থাকে। এতে খালের দুই পাড়ের ৫ শতাধিক কৃষক ক্ষতিগ্রস্থ হচ্ছে। এই খালটি কিছু অংশ বর্তমানে সুন্দরবন কোয়ালিশন প্রকল্প নামের একটি খাল পুন:খনন করলেও বাকিটুকু দখল মুক্ত করে খনন করলে ঐ এলাকার ৫’শ একর জমির চাষাবাদসহ স্থানীয় কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও মানুষের জীবনযাত্রার সহজ হবে।
মোল্লারখাল পুনরুদ্ধার কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.আ.মান্নান বলেন, এই খালের পানিদ্বারা কৃষকরা শুকনো মৌসুমের রবিষস্য, মৌসুমি ফসল তরমুজ, মুগডাল, চিনা বাদাম, মিষ্টি আলুসহ বোরো-ইরি ধানের চাষাবাদ করেন। দ্রুত খালটি দখল মুক্ত করে দেওয়ার দাবি জানান ।
তালতলী উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা বলেন, মোল্লারখাল পুনরুদ্ধারের জন্য স্মারকলিপি পেয়েছি । লিজ বাতিল করে খাল পূণঃখননের ব্যবস্থা নেয়া হবে।#