• ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষার আলো হাতে নিয়ে তোমরা এগিয়ে চলো, নতুন স্বপ্নের পথে। বিদায় নয়, এটি এক নতুন সূচনা-আনোয়ার হোসাইন

report71
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২৪, ০৮:৪৩ পূর্বাহ্ণ
শিক্ষার আলো হাতে নিয়ে তোমরা এগিয়ে চলো, নতুন স্বপ্নের পথে। বিদায় নয়, এটি এক নতুন সূচনা-আনোয়ার হোসাইন

সঞ্জিব দাস, গলাচিপা পটুয়াখালী, প্রতিনিধি
শিক্ষার আলো হাতে নিয়ে তোমরা এগিয়ে চলো, নতুন স্বপ্নের পথে। বিদায় নয়, এটি এক নতুন সূচনা। তোমাদের মাধ্যমে এগিয়ে যাবে আমাদের সমাজ, দেশ তথা আমাদের এই নতুন বাংলাদেশ” শিক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা উপলক্ষে প্রতিষ্ঠানটির সার্বিক পরিকল্পনাকারী মো. আনোয়ার হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি এ কথাটি বলেন।
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের ১১৩ নং উত্তর গুপ্তের হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর বিদায় অনুষ্ঠনের আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমা বেগম, শিক্ষক মোকলেছুর রহমানসহ স্কুলের শিক্ষক ও শিক্ষিকা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।