স্টাফ রিপোর্টার
উজিরপুরের সাতলায় জোড়া খুনসহ একাধিক মামলার আসামি অবসরপ্রাপ্ত সেনা সদস্য মিজানুর রহমানের বিচারের দাবীতে মানববন্ধন করেছে সাধারন শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) নগরীর অশ্বীনি কুমার টাউন হলের সামনে সাতলার সাধারণ শিক্ষার্থীরা এ মানববন্ধন করেন। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন, মোঃ মোস্তফা মিয়া, মোঃ টিটুল বিশ্বাস, রমজান, বাইজিদ ও ইমামুল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৪ আগস্ট সাতলায় জোড়া খুন মামলার ২২ নম্বর আসামি সন্ত্রাসী মিজান মিয়া জামিনে বের হয়ে জোড়া খুন মামলা থেকে রেহাই পেতে ও সাতলা সমন্বিত মৎস্য ঘের দখল করার উদ্দেশ্য জোড়া খুন মামলার বাদীর ছেলে, তার ভাই ও ঘের কমিটির সদস্য ও জমির মালিকদের নামে একাধিক মিথ্যা ষড়যন্ত্র মূলক মামলা দায়ের করে।
মিথ্যা মামলার প্রতিবাদে জমির মালিকরা ও সাতলা ইউনিয়নের সর্বস্তরের জনগণ দুই বার সাতলার শত-শত জনগণ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।
আজ বরিশালে একই অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয় এবং সাতলা ইউনিয়নের জনগণ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের কাছে মিজানুর রহমানের বিচার ও ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান তারা।