এজাজ আল মাহমুদ সুজন
আবার জাতীয় দলের অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তিনি বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন। এর আগে একটি টেস্ট, ৭টি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন লিটন।
গতবছরের আগস্টে তামিম ইকবাল অবসরের ঘোষণা দেয়ার পর ওয়ানডে দলের অধিনায়ক হন তার ডেপুটি লিটন দাস। পরে বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজে তাকে অধিনায়ক করা হয়। দুই ম্যাচ খেলার পর তাকে ‘বিশ্রাম’ দেয়া হলে নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করা হয়। পরে বিশ্বকাপে সাকিব আল হাসানকে অধিনায়ক করা হয়। তার ডেপুটি ছিলেন নাজমুল হোসেন শান্ত। বিশ্বকাপের পরে শান্তকে তিন ফরম্যাটেই অধিনায়ক করা হয়।
এই সিরিজে ১৫ সদস্যের বাংলাদেশ দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন পেস বোলার রিপন মন্ডল। সিরিজের তিনটি ম্যাচই হবে সেইন্ট ভিনসেন্টের কিংসটাউনে। সিরিজের এই তিনটি ম্যাচ হবে ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর।
বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও রিপন মন্ডল।