• ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

গোপালগঞ্জে আলাদা ঘটনায় এক শিশুসহ দুইজন নিহত

report71
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০২৪, ১৬:১৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় হুসাইন মোল্লা (০৫) নামে এক শিশু ও বিদ্যুতস্পর্শে মোঃ আবুল হোসেন (৬৫) নামে অপর এক বৃদ্ধ নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার রাতে (১২ ডিসেম্বর) গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের শরীফপাড়ায ও মাঝিগাতী ইউনিয়নের বাবরগাতী গ্রামে এসব দূর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত শিশু হুসাইন মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের শরীফপাড়া এলাকার জুয়েল মোল্লার ছেলে ও মোঃ আবুল হোসেনের বাড়ী মাঝিগাতী ইউনিয়নের বাবরগাতী গ্রামে।

ওসি মির সাজেদুর রহমান জানান, সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের শরীফপাড়ায় এলাকায় বাড়ির পাশের রাস্তা পার হচ্ছিল শিশু হুসাইন মোল্লা। এসময় ইঞ্জিনচালিত একটি ইজিবাইক ধাক্কা দিলে মারাত্মক আহত হয়। পরে তাকে পরিবারের সদস্যরা উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে, রাতে মাঝিগাতী ইউনিয়নের বাবরগাতী গ্রামের মোঃ আবুল হোসেন নামের এক বৃদ্ধ নিজ বাড়িতে বৈদ্যুতিক বাল্ব লাগাতে গিয়ে বিদ্যুতস্পর্শে মারাত্মক আহত হন। পরে তাকে পরিবারের সদস্যরা উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, স্বস্ব পরিবারের আবদনের প্রেক্ষিতে নিহতদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েঝে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। #