স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল সিকদার (১৯) নামে যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের গিমাডাঙ্গা পূর্বপাড়া বিএডিসি সেচ প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সোহেল টুঙ্গিপাড়া পৌরসভার গিমাডাঙ্গা ৭ নং ওয়ার্ডের আনোয়ার হোসেন শিকদারের ছেলে।
স্থানীয়সূত্রে জানাগেছে, পাটগাতী ইউনিয়নের গিমাডাঙ্গা পূর্বপাড়া বিএডিসি সেচ প্রকল্পের পশ্চিম পাশে বৈদ্যুতিক পিলারে ট্রান্সমিটার চুরি করিতে যায় সোহেল সিকদার। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
টুঙ্গিপাড়া থানার ওসি খোরশেদ আলম জানান, রাতে স্থানীয়রা একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে টুঙ্গিপাড়া থানায় নিয়ে আসে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০-শয্যাবিশিষ্ট গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রান্সফরমার চুরি করতে এসে দুর্ঘটনার শিকার হয়ে ওই যুবক মারা যায়। #