”
সোহাগ হাওলাদার,বরগুনাঃ
বরগুনা সদর উপজেলায় গভীর রাতে গাঁজা বিক্রি করার সময় এক চিহ্নিত মাদক কারবারি ডিবির হাতে আটক। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মধ্যে রাতে এক কেজি গাঁজাসহ সো. সুজন গাজী (৩০) কে মাদক কারবারি।
রবিবার (১৫ ডিসেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেন বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. বশিরুল আলম।
আটককৃত মাদক কারবারি বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের উত্তর ইটবাড়িয়া এলাকার মো. আকাব্বর গাজীর ছেলে। দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত থাকায় বরগুনা গোয়েন্দা পুলিশের নজরদারিতে ছিল।
বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. বশিরুল আলম বলেন, মাদক কারবারিরা শীতের রাতে মধ্য রাত থেকে ভোর হওয়া পর্যন্ত মাদক কেনাবেচার সময় বেছে নিয়েছে আমাদের কাছে তথ্য রয়েছে। অভিযানে মাদক কারবারিকে ১ কেজি গাঁজা সহ হাতেনাতে আটক করি।
তিনি আরও বলেন, সুজনকে জিজ্ঞেসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে বরগুনা থানায় মামলা দায়ের হয়।