• ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

হিজলা নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত।

report71
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০২৪, ১২:৩৯ অপরাহ্ণ
হিজলা নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত।

 

হিজলা প্রতিনিধি ঃ আজ ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস। বিজয় দিবস উপলক্ষে হিজলা উপজেলা প্রশাসন নানা কর্মসূচি পালন করেন। 

সকালে একত্রিশ বার তোপতধনীর মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর সকাল ৯ টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম সহ অন্যান্য কর্মকর্তারা, হিজলা থানার পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন থানা ইনচার্জ  আবুল কালাম আজাদ সহ তার পুলিশ সদস্যরা, হিজলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযুদ্ধারা, হিজলা জাতীয়তাবাদী দল বিএনপির দুই গ্রুপ পৃথক পৃথকভাবে শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন। উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ ও উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল গাফফার তালুকদার অপরপক্ষে উপজেলা বিএনপি’র সদস্য সচিব দেওয়ান মনির হোসেন ও যুগ্ন আহবায়ক আলতাব হোসেন খোকন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন করেন সরকারি হিজলা ডিগ্রী কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। পর্যায়ক্রমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি, পল্লী বিদ্যুৎ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, গণপরিষদ, ইসলামী শাসনতন্ত্র নানা শ্রেণী পেশার নেতৃবৃন্দ। বিজয় প্যারোডে সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা ইনচার্জ। বিজয় প্যারাড শেষে হিজলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে  মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধাদের কে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।

 উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশাসনের সকল কর্মকর্তাদের নিয়ে বিজয় মেলা উদ্বোধন করেন। সেখানে উপস্থিত ছিলেন হিজলা জাতীয়তাবাদী দল বিএনপির আহ্বায়ক গাফফার তালুকদার, সদস্য সচিব মনির দেওয়ান, যুগ্ম আহ্বায়ক আলতাফ  হোসেন খোকন।

বিজয় দিবস উপলক্ষে উত্তর জেলা বিএনপির আহবায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল গাফফার তালুকদার ও সদস্য সচিব দেওয়ান মনির হোসেন, যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন খোকনের নেতৃত্বে আলাদা আলাদা ভাবে দুটি আনন্দ শোভাযাত্রা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এছাড়াও ৫ আগস্টের শহীদ আতিকুর রহমানের স্ত্রী মহুয়া বেগমের হাতে তিন শতক জমির দলিলের কাগজপত্র তুলে দেয় উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক।