মেহেন্দিগঞ্জ প্রতিনিধি :
মহান বিজয় দিবস উপলক্ষে মেহেন্দিগঞ্জে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদের মাল্টিপারপাস হলরুমে আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোঃ আব্দুল জব্বার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আলহাজ্ব সাইফুর রহমান, বরিশাল জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি এ্যাডঃ জহিরউদ্দিন ইয়ামিন। এছাড়াও সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার স্থানীয় নেতৃবৃন্দ। এসময় উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জামায়াতে ইসলামীর নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।