• ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

পটুয়াখালী থেকে উদ্ধার নিখোঁজ দুই বোন

report71
প্রকাশিত ডিসেম্বর ১৮, ২০২৪, ১৪:০৭ অপরাহ্ণ

সঞ্জিব দাস গলাচিপা পটুয়াখালী প্রতিনিধি

ঢাকার কদমতলী এলাকা থেকে নিখোঁজ দুই বোনকে উদ্ধার করেছে এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) পটুয়াখালীর দশমিনা থেকে তাদের উদ্ধার করা হয়। পরে দশমিনা থানা পুলিশের কাছে দুই বোনকে হস্তান্তর করে র‍্যাব।

একইদিন রাতে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য জানিয়েছেন।

র‍্যাব জানিয়েছে, রাজধানীর কদমতলী এলাকা থেকে ১৪ ডিসেম্বর নিখোঁজ হন দুই বোন। তাদের অপহরণ করা হয়েছিল। র‍্যাবের একাধিক ব্যাটালিয়ন যৌথ অভিযান চালিয়ে পটুয়াখালীর দশমিনা এলাকা থেকে দুই বোনকে উদ্ধার করে।

লে. কর্নেল মুনীম জানান, ঘটনার দিন দুই বোন তাদের নানি ও খালাকে এগিয়ে দেওয়ার জন্য ঢাকার কদমতলীর জাপানি বাজার এলাকায় গিয়ে আর বাসায় ফিরে যাননি। সম্ভাব্য জায়গায় খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে তাদের বাবা কদমতলী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

তাদের দুজনকে দ্রুত উদ্ধার ও ঘটনার রহস্য উদ্ঘাটনে র‍্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় যৌথ অভিযান চালিয়ে দুই বোনকে উদ্ধার করা হয়। অপহরণকারীদের শনাক্তে কাজ করছে র‍্যাব।