• ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বার্ষিক রিপোর্ট পর্যালোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

report71
প্রকাশিত ডিসেম্বর ১৯, ২০২৪, ১৩:২২ অপরাহ্ণ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বার্ষিক রিপোর্ট পর্যালোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

জেলা প্রতিনিধিঃ ২০২৪ সালের কাজের বার্ষিক রিপোর্ট পর্যালোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৮ টা হতে রাত ৭ টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলতে থাকে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ব্যবসা শিক্ষা সম্পাদক সালাউদ্দিন।

প্রধান অতিথি বলেন, ইসলামী মূলবোধের ভিত্তিতে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ছাত্রশিবির কাজ করে যাচ্ছে। এ পথে বাধা আসবেই,সকল বাধা মোকাবেলা করেই লক্ষ্যপানে এগিয়ে যেতে হবে।আমাদের নেতার আচরণ করলে হবে না,আমাদের আচরণ হবে দায়িত্বশীলের মত।আমাদের কথা, কাজে কেউ যাতে কষ্ট না পায় সে দিকে খেয়াল রাখতে হবে। রিপোর্ট পর্যালোচনায় তিনি বলেন,২০২৪ সালে যে কাজগুলো করার দরকার ছিল,কিন্তু হয় নাই সেগুলো ২৫ সালে পুশিয়ে নিতে হবে। সর্বদা আল্লাহর উপর ভরসা নিয়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের কাজ করতে হবে।যশোর জেলা পশ্চিম শাখার মানোন্নয়নে প্রথম স্থান হন চৌগাছা আদর্শ থানা। তাদের মানউন্নয়নের ধারা অব্যহত রাখার জন্য উদ্বুদ্ধ করার জন্য জেলা শাখা তাদের পুরস্কৃত দেন।

উক্ত প্রোগামটি পরিচালনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর জেলা পশ্চিম শাখার সেক্রেটারী ইসমাইল হোসেন।

উক্ত প্রোগ্রামটি সভাপতিত্ব করবেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর জেলা পশ্চিম শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন। তিনি শাখার নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমরা একটি বছর পার করেছি কিন্তু দায়িত্ব শেষ হয়ে যায়নি। আগামী দিনে সাংগঠনিক কাজের পাশাপাশি যে কোন পরিস্থিতি মোকাবেলা করার জন্য সর্বাতক ভাবে প্রস্তুত থাকতে হবে।