• ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

পরিকল্পনা দুর্যোগের ঝুকিঁ হ্রাস করবে-কর্মশালায় বক্তারা

report71
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০২৪, ১০:৩৯ পূর্বাহ্ণ
পরিকল্পনা দুর্যোগের ঝুকিঁ হ্রাস করবে-কর্মশালায় বক্তারা

স্টাফ রিপোর্টার
বিপদাপন্ন জনগোষ্টির প্রোফাইলের উদ্দেশ্য হচ্ছে দুর্যোগ পরবর্তি সময়ে যাতে করে দ্রুততার সাথে বিপদাপন্ন জনগোষ্টিকে সাড়া প্রদানের মাধ্যমে ঝুকিঁ হ্রাস করা যায়। সোমবার বরিশাল জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে জেলা প্রশাসকের সভা কক্ষে বিপদাপন্ন জনগোষ্টির প্রোফাইল ভ্যালিডেশন কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। জেলা ত্রান ও পুর্নবাসন কর্মকর্তা রনজিৎ কুমার সরকারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসি কান্ত হাজং। বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশন বরিশাল জেলার বিপদাপন্ন জনগোষ্টির একটি প্রোফাইল তৈরী করে যা কর্মশালায় উপাস্থাপন করা হয়। ওয়েভ ফাউন্ডেশন বরিশাল জেলার একটি আপদকালিন পরিকল্পনা তৈরী করে। এই পরিকল্পনা দুর্যোগের ঝুকিঁ হ্রাসে সহায়ক শক্তি হিসাবে কাজ করবে। কর্মশালায় বিপদাপন্ন জনগোষ্টির প্রোফাইল উপাস্থাপন করেন ওয়েভ ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী মোঃ মিজানুর রহমান । আন্তজার্তিক দাতা সংস্থা অক্সফামের সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশন বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় দুর্যোগের ঝুকিঁ মোকাবেলা (এসিটি) প্রকল্পের মাধ্যমে কার্যক্রম বাস্তবায়ন করছে।