• ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

যবিপ্রবির গণিত বিভাগের নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

report71
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০২৪, ১৫:০৭ অপরাহ্ণ
যবিপ্রবির গণিত বিভাগের নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

যবিপ্রবি প্রতিনিধি :

নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের ফুল ও সম্মাননা স্মারক প্রদান, অন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ, আলোচনা সভাসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) গণিত বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(২৩ ডিসেম্বর) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়েরের কেন্দ্রীয় গ্যালারিতে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড.মো: মীর মোশাররফ হোসেন বলেন, গণিত বিভাগ পড়াশোনার পাশাপাশি গবেষণাতেও অগ্রগণ্য এতে আমরা আনন্দিত। আমি নবীনদেরকে বলবো শিক্ষা ও গবেষণার পাশাপাশি তোমাদেরকে সহশিক্ষা কার্যক্রমেও বেশি বেশি অংশগ্রহণ করতে হবে। কারণ বিশ্ববিদ্যালয় শুধু পড়াশোনার জায়গা নয় এটি বহির্মুখী জ্ঞান আহরণের ও জায়গা। এসময় তিনি বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা সহ সকল সুনাম বহির্বিশ্বে ছড়িয়ে দিবে।

নবীনদের শুভেচ্ছা ও বিদায়ী শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে বিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. মোঃ কোরবান আলী বলেন, গণিত সাবজেক্টটি আগ্রহের বিষয়। তোমাদের মধ্যে গণিত শেখা এবং জানার আগ্রহ দুইটায় ভবিষ্যতে গণিত বিষয়ক ক্যারিয়ার গঠনে সহায়তা করবে। গণিত এমন একটা বিষয় যেখানে গাণিতিক ক্যালকুলেশনের মাধ্যমে সকল ব্যবহারিক বিষয় ও গবেষণার ফলাফল নির্ণয় করা সম্ভব। এসময় তিনি শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য স্কলারশিপ নিয়ে বাইরের দেশে যাওয়ার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দেন এবং গবেষণার জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরিসহ শিক্ষার্থীদের দাবিগুলো পূরণের আশ্বাস দেন।

এরপর নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের মাঝে ফুল ও সম্মননা স্মারক তুলে দেওয়া হয়। এছাড়া বিভাগটির ক্লাবের আয়োজনে শিক্ষার্থীদের নিয়ে ক্রীড়া সপ্তাহে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেওয়া হয়।

গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো: হাফিজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিদ্যালয়ের প্রক্টর ড. মো: আমজাদ হোসেন, পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মো: মাসুম বিল্লাহ্, গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড.মো: ফরহাদ বুলবুল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগটির সহযোগী অধ্যাপক ড. মো: জহুরুল ইসলাম সহ সকল শিক্ষক মণ্ডলী, বিভাগটির কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন একই বিভাগের শিক্ষার্থী ইমন ও আফরোজা। সন্ধ্যায় বিভাগটির শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।