সোহাগ হাওলাদার,বরগুনাঃ
বাংলাদেশের মফস্বল সাংবাদিকদের অধিকার আদায়ের সর্ববৃহৎ সংগঠন ”বিএম এসএফ”-এর আয়োজনে চারণ সাংবাদিক রতন সরকার স্মৃতি সম্মাননা পেলেন বরগুনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জনপ্রিয় টেলিভিশন এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট, লেখক, সাংবাদিক ও সৃজনশীল উদ্যোক্তা অ্যাড. সোহেল হাফিজ।
রবিবার ( ২২ ডিসেম্বর) সন্ধ্যায় বিএমএসএফ- এর তিন দিন ব্যাপী ‘অষ্টম জাতীয় বিজয় শোভা যাত্রা ও মিলন মেলা ২০২৪’ উপলক্ষ্যে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এক জনাকীর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের সৃজনশীল ও মেধাবী সাংবাদিকদের এ সম্মাননা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কক্সবাজা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহম্মদ রহমত উল্লাহ এবং স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বিজ্ঞান অনুষদের বিভাগীয় প্রধান, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বাপার কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার এবং বিএমএস এফ-এর ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান আহমেদ আবু জাফরসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মফস্বল থেকে আগত স্বনামধন্য নবীন-প্রবীণ সাংবাদিক ও বিএমএসএফ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অ্যাড. সোহেল হাফিজ একাধারে একজন লেখক, সাংবাদিক, আইনজীবী ও সৃজনশীল উদ্যোক্তা। নানামুখী সৃজনশীল কর্মকাণ্ডের মধ্য দিয়ে অবহেলিত জনপদ বরগুনার আর্থ সামাজিক সাংস্কৃতিক উন্নয়নে রয়েছে তাঁর গুরুত্বপূর্ণ অবদান সর্বজন স্বীকৃত। ক্ষমতাসীন দলের প্রভাবশালী রাজনৈতিক নেতাকর্মীর অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে সাহসী প্রতিবেদনের জন্য বিভিন্ন সময়ে অ্যাড. সোহেল হাফিজ শিকার হয়েছেন মামলা-হামলাসহ নানা হয়রানি ও নগ্ন ষড়যন্ত্রের। তবুও তিনি থেমে থাকেননি। এ বিষয় তিনি আরও জানান, সোহেল হাফিজরা কখনো থেমে থাকে না। সকল ষড়যন্ত্রের বাধা উপেক্ষা করে এগিয়ে যাবে মাটি ও মানুষের পাশে থেকে।