স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : উপ সচিব পদে মেধার ভিত্তিতে পদোন্নতি, বিদ্যমান কোটার অবসান, সকল ক্যাডারে সমতাসহ বিভিন্ন দাবীতে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ গোপালগঞ্জ জেলা শাখা এ কর্মসূচী পালন করে।
আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টায় জেলা শহরের পৌর পার্কের শহীদ মিনার চত্ত্বরে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। আন্ত ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার নেতৃবৃ্ন্দ অংশ নেন। এ মানববন্ধনে জেলার বিভিন্ন সরদারী দপ্তরের ২৫ ক্যাডাররা অংশ নেন।
মানববন্ধন চালাকালে কৃষি সস্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল কাদের সরদার, জেলা মতস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী, শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ বেনজির আহম্মেদসহ অনেকে বক্তব্য রাখেন।
কৃষি সস্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল কাদের সরদার বলেন, জনপ্রশাসন সংস্কার কমিশন সরকারের উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের জন্য ৫০ শতাংশ ও অন্যান্য ক্যাডারের জন্য ৫০ শতাংশ কোটা রাখার সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে। শুধুমাত্র একটি ক্যাডারের কর্মকর্তারা সব ধরনের সুযোগ সুবিধা নেয়ায় বাকী ২৫টি ক্যাডারের কর্মকর্তাদেরকে পদন্নতি সহ অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। কিন্তু এটা ২৫টি ক্যাডারের সাথে একটি বৈষম্য কারার সামিল।
জেলা মতস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী বলেন, মেধারভিত্তিতে উপসচিব পদে পদোন্নতি দিতে হবে। সরকারের উপসচিব পদে কোটাপদ্ধতি বাতিল, নিজ নিজ ক্যাডারের কর্মকর্তাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবসহ নীতিনির্ধারণী পদে দায়িত্ব দেওয়া এবং সব ক্যাডার কর্মকর্তাদের সমান অধিকার নিশ্চিত করতে হবে। #