হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধি::নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার গৌরীনাথ পুর গ্রামের বাসিন্দা এবং বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, বালাগঞ্জ উপজেলা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সোহেল আহমেদ যুক্তরাজ্য মহানগর বিএনপির সিনিয়র যুগ্য সাধারণ সম্পাদক সোহেল আহমেদ।তিনি শনিবার(২৪ডিসেম্বর) সিলেট আন্তরজাতিক থেকে বালাগঞ্জ হয়ে বালাগঞ্জ উপজেলার নিজ গ্রাম বারাসাতের উদ্দেশ্যে রওনা করলে পথিমধ্যে বিভিন্ন স্থানে বিএনপি , যুবদল , ছাত্রদল , স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
দীর্ঘ ১৭বছর পর লন্ডন থেকে তিনি বারাসাত গ্রামের নিজ বাড়িতে পৌছালে এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের উপচে পড়া ভীড়ে তাঁর বাড়ি এবং আশপাশ এলাকায় তিল ধারণের ঠাই ছিলো না।
শত শত নেতাকর্মী ও এলাকাবাসী তাকে ফুলেল শুভেচ্ছা জানান।তিনি পরে দলমত নির্বিশেষে সকলের সাথে মতবিনিময় সভা ও শুভেচ্ছা বিনিময় করেন। এসময় সুহেল আহমদ সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেনসিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে রিসিভ করেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী ,
বালাগঞ্জে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি এসএম আনোয়ার সাবেক আহবায়ক আব্দুর রশিদ বিএনপি’র বালাগঞ্জ থানার সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুনিম সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শেফুল তোফায়েল হোসেন, লুৎফুর রহমান। প্রমুখ ।