গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানে বরিশালের গৌরনদীতে তারুন্যের উৎসব ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা পরিষদ ও পৌরসভার আয়োজনে সোমবার বিকেলে উপজেলা চত্বর থেকে ব্যতিক্রমধর্মী এ উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও গৌরনদী পৌরসভার প্রশাসক মোঃ আবু আবদুল্লাহ খান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, নির্বাহী প্রকৌশলী সফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ অহিদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সালাউদ্দিন, পৌর নাগরিক কমিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা, ছাত্র প্রতিনিধি মোরশেদ হাসান প্রমূখ।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও আবু আবদুল্লাহ খান বলেন, তরুনরাই বিশ^জনিন শান্তি, আর্তমানবতার সেবার পাশাপাশি দেশগঠনে সহায়ক ভূমিকা পালন করে আসছে। তাই তারুন্যের শক্তিকে কাজে লাগিয়ে ঘুনে ধরা সমাজ ব্যবস্থার বিলুপ্তি ঘটিয়ে দেশ তথা পৃথিবীকে বদলে দিতে হবে।