• ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

গোপালগঞ্জে একহাজার মাদ্রাসা শিক্ষার্থীর জন্য টুপি হস্তান্তর

report71
প্রকাশিত ডিসেম্বর ৩১, ২০২৪, ১১:৫৫ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে একহাজার মাদ্রাসা শিক্ষার্থীর জন্য টুপি হস্তান্তর

ষ্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিতরণের জন্য ১ হাজার টুপি হস্তান্তর করা হয়েছে। টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব টুপি হস্তান্তর করা হয়।

আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে ২০টি মাদ্রাসার ১ হাজার শিক্ষার্থীর মাঝে বিতরণের জন্য শিক্ষকের হাতে এসব টুপি তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক। এসময় টুঙ্গিপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান, উপ-সহকারী প্রকৌশলী তরিকুল আলম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইমরান শেখ উপস্থিত ছিলেন।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক বলেন, উপজেলার মাদ্রাসা গুলোতে অনেক দরিদ্র শিক্ষার্থীরা পড়াশোনা করে। কয়েকটি মাদ্রাসা পরিদর্শনে গিয়ে দেখেছি অনেক শিক্ষার্থীদের টুপি নোংরা ও ছেঁড়া। তাই সেইসব দরিদ্র শিক্ষার্থীদের জন্য টুপি উপহার দেয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকি মাদ্রাসার শিক্ষার্থীদের টুপি উপহার দেয়া হবে। #