• ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বরিশালে গণশিল্পী সংস্থার সভা অনুষ্ঠিত

report71
প্রকাশিত ডিসেম্বর ৩১, ২০২৪, ১৫:১৩ অপরাহ্ণ
বরিশালে গণশিল্পী সংস্থার সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ মানুষের বেঁচে থাকা, তার সমাজচেতনা, বিশ্বাস, ভাবনা, মূল্যবোধ ইত্যাদিসহ তার সামগ্রিক জীবনচেতনা প্রতিফলিত হয় সংস্কৃতির মধ্যে। সংস্কৃতির মধ্য দিয়েই ব্যক্তি মানুষ অন্যদের সঙ্গে নিজেকে যুক্ত করে। এভাবে ব্যক্তির ভাবনা সমগ্রের ভাবনা হয়ে ওঠে। একটি জাতি গঠনে যা নিয়ামক হিসেবে কাজ করে। সংস্কৃতি শুধু বেঁচে থাকা নয়, বরং সুন্দরভাবে বেঁচে থাকতে শেখায়। সোমবার রাতে বাংলাদেশ গণশিল্পী সংস্থার আসন্ন জাতীয় সম্মেলন- ২০২৫ সফলের লক্ষ্যে বরিশালে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি এড. মিনা মিজানুর রহমান এসব কথা বলেন। গণশিল্পী সংস্থার বরিশাল কার্যালয়ে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি পঙ্কজ কুমার ঘোষ। সংগঠনের সাধারণ সম্পাদক ও কন্দ্রীয় কমিটির সংগঠনিক সম্পাদক সাংবাদিক সাঈদ পান্থ’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক আব্দুস সালাম। আসন্ন কেন্দ্রীয় সম্মেলন সফলের লক্ষ্যে বিভিন্ন প্রস্তাবনাসহ গণশিল্পীর সাংস্কৃতিক আন্দোলনের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন অধ্যাপিকা দীপ্তি ঘোষ সরকার, অধ্যাপক নজরুল ইসলাম নীলু, প্রকৌশলী অমল কৃষ্ণ রায়, আবুল কালাম আজাদ, চন্দ্র শেখর বাবুল, সঞ্জয় হালদার, সৈকত রানা দে, জ্যোতির্ময় রায়, তাসনীম মাহমুদ, তানভীর মাহমুদ সিদ্দিকী, গৌরব কর্মকার, প্লাবন মিস্ত্রী, জয় শীল প্রমূখ। সভায় গণশিল্পী সংস্থার কেন্দ্রীয় সংগঠক বরিশাল জেলা কমিটির সাবেক সভাপতি প্রয়াত শান্তি দাস ও সাবেক সহ-সভাপতি বিশিষ্ট গণসঙ্গীত গবেষক প্রয়াত সয়ম্ভু সরকারকে বিশেষ ভাবে স্মরণ করে শ্রদ্ধা জানানো হয়। সভায় বরিশাল জেলা শাখার পক্ষ থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানানো হয়।