স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ওয়াকাথন, আলোচনা সভা ও মুক্ত আড্ডার মধ্য দিয়ে গোপালগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। গোপালগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ দিবসটি পালন করা হয়।
আজ বৃহস্পতিবার (০২ জানুয়ারী) সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সুশাসন চত্ত্বরে বেলুন উড়িয়ে এ দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। পরে “নেই পাশে যার, সমাজসেবা আছে তার”-এ প্রতিপাদ্যে সেখান থেকে একটি ওয়াকাথন বের করা হয়। ওয়াকাথনটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্ত্বরে গিয়ে শেষ হয়।
পরে পৌর হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। অতিরিক্ত জেলা প্রশাসক মো: গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পুলিশ সুপার মো: মিজানুর রহমান, জেলা প্রশাসকের কায্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক বিশ্বজিৎ কুমার পাল, সমাজসেবা অধিদপ্তর উপপরিচালক হারুন-অর-রশিদসহ অনেকে বক্তব্য রাখেন। পরে মুক্ত আড্ডা ও পুরস্কার বিতরণ করা হয়।
এসময় বক্তারা বলেন, সমাজসেবা অধিদপ্তর মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সামজিক নিরাপত্তাসহ অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করছে। সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করছে সমাজসেবা অধিদপ্তর। কল্যাণ রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসার আহবান জানানো হয়। #