• ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

শুভ জন্মদিন এবং উষ্ণ শুভেচ্ছা।

report71
প্রকাশিত জানুয়ারি ২, ২০২৫, ০৭:৫৪ পূর্বাহ্ণ
শুভ জন্মদিন এবং উষ্ণ শুভেচ্ছা।

গতকাল সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে অন্যধারা সাহিত্য সংসদের প্রতিষ্ঠাবার্ষিকীর ১১ বছর পূর্তি এবং প্রিয় কবি ড. সৈয়দ রনো ভাইয়ের জন্মদিন উপলক্ষে নব আলো সাহিত্য সংহতির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কথাসাহিত্যিক সাজেদা হেলেন, সাধারণ সম্পাদক কবি হুমায়ুন কবির সিকদার, কবি লিমা খান (সাধারণ সম্পাদক, ঢাকা বিভাগ), কবি ফিরোজ আহমেদ বাবলু (সিনিয়র সহ-সভাপতি, কেন্দ্রীয় কমিটি) সহ অন্যান্য নেতৃবৃন্দ।

তাদের বার্তায় বলা হয়, “অন্যধারা সাহিত্য সংসদ দীর্ঘ ১১ বছর ধরে সাহিত্য চর্চার যে ধারাবাহিকতা বজায় রেখেছে, তা সত্যিই অনন্য এবং অনুপ্রেরণাদায়ক। কবি ড. সৈয়দ রনো ভাইয়ের সৃষ্টিশীলতা এবং সাহিত্যকর্ম বাংলা সাহিত্যের এক উজ্জ্বল অধ্যায় হিসেবে চিহ্নিত। তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং আরও সাফল্যের জন্য শুভকামনা রইল। শুভ প্রতিষ্ঠাবার্ষিকী ও শুভ জন্মদিন।”

অনুষ্ঠানটি সাহিত্যিক এবং সাংস্কৃতিক অঙ্গনে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে, যা নতুন প্রজন্মের সাহিত্যপ্রেমীদের জন্য বিশেষ অনুপ্রেরণা হয়ে থাকবে।