নলছিটি প্রতিনিধিঃ
নলছিটির সিদ্ধকাঠিতে নানা আয়োজনে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ২ জানুয়ারি (বৃহস্পতিবার) সিদ্ধকাঠি স্কুল প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর আলোচনা সভা শেষে স্কুল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি ফুলতলা এলাকায় গিয়ে শেষ হয়। এরপর রাজপাশা স্কুল মাঠে ছাত্রদলের আয়োজনে খেলাধুলা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাসেদুল ইসলাম তানসেন এর সভাপতিত্বে। আলোচনা সভায় বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা বিএনপির সাবেক উপদেষ্টা গোলাম মোস্তফা ছালু, সিদ্ধকাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হাবিবুর রহমান প্রমুখ।
এসময় বক্তারা ছাত্রদলের অতীত ও বর্তমান সকল আন্দোলন সংগ্রামের ভুমিকা নিয়ে প্রশংসা করে বলেন। আগামীতে আরো গৌরবের সাথে তারা দলের সকল কার্যক্রম করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর হাতকে শক্তিশালী করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, যুবদলের সাবেক আহবায়ক এখলাচ হোসেন মুন্না, সেচ্চাসেবক দলের আহবায়ক আরিফ তালুকদার, যুবদলের সাবেক সদস্য সচিব আলামিন হাওলাদার, উপজেলা ছাত্রদলের সদস্য রেজা হাই তুহিন, সেচ্চাসেবক দলের সদস্য সচিব রিয়াজ হাওলাদার,বিএম কলেজ ছাত্রদলের সদস্য মো:আরিফুর রহমান মল্লিক, সহ ইউনিয়ন বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।