• ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

মেরিটাইম ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের সভাপতি আশিক সম্পাদক জারিফ

report71
প্রকাশিত জানুয়ারি ৩, ২০২৫, ১৪:৫৭ অপরাহ্ণ
মেরিটাইম ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের সভাপতি আশিক সম্পাদক জারিফ

 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি ২০২৫ ঘোষণা করা হয়েছে। ৫৬ জন সদস্যের এই কমিটিতে তৌফিকুল ইসলাম আশিক সভাপতি এবং জাহিন আহমেদ জারিফ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

গত ২ জানুয়ারি(বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে বিএসএমআরএমইউ কালচারাল ক্লাবের কো-অর্ডিনেটরদের মধ্যে ড. ফেরদৌসী বেগম, এমরানুল হক ও স্বর্ণা দত্ত এই কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন। এ সময় কো-অর্ডিনেটরবৃন্দ ক্লাবের কার্যক্রম বৃদ্ধি করার করার বিষয়ে পরামর্শ দেন এবং সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করার জন্য উদ্বুদ্ধ করেন।

ক্লাবের নবনির্বাচিত সভাপতি তৌফিকুল ইসলাম আশিক বিগত কার্যনির্বাহী কমিটি ও কো-অর্ডিনেটরবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘ক্লাবিং বিশ্ববিদ্যালয় জীবনের অনেক গুরুত্বপুর্ন একটি অংশ। সে হিসেবে মেরিটাইম ইউনিভার্সিটির কালচারাল ক্লাবের মতো স্বনামধন্য একটি ক্লাবের দায়িত্ব নিতে পেরে খুবই আনন্দিত অনুভব করি। গর্বের পাশাপাশি দায়িত্বও বেড়ে গিয়েছে। কালচারাল ক্লাবকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়াই আমার স্বপ্ন। বিগত বছরগুলোর চেয়ে অনেক বেশি অনুষ্ঠান আয়োজন করতে চাই। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চা ও অংশগ্রহন বাড়ানোর জন্য সর্বাত্মক চেষ্টা করবো। আশা করছি সকলের সহযোগিতায় বিএসএমআরএমইউ কালচারাল ক্লাব এগিয়ে যাবে।’

সাধারণ সম্পাদক জাহিন আহমেদ জারিফ বলেন, সংস্কৃতি চর্চার উপযুক্ত মাধ্যম যেকোনো শিল্পকলা হতে পারে। মেরিটাইম ইউনিভার্সিটি কালচারাল ক্লাব বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের সংস্কৃতি চর্চায় একটি অন্যতম প্রভাবক হিসেবে কাজ করবে। তাদের লক্ষ্য শুধু বিশ্ববিদ্যালয়ের কালচারাল প্রোগ্রামে সীমাবদ্ধ না থেকে দেশব্যাপী বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করা। ক্লাবের ক্রিয়েটিভ ও ডেডিকেটেড সদস্যরা ভবিষ্যতে বাংলাদেশের সংস্কৃতিকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

৫৬ সদস্য বিশিষ্ট এই কমিটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ পদে আছেন পারমিতা হক প্রাপ্তি (কোষাধ্যক্ষ), আতিক ইশরাক রিজভী (অফিস সম্পাদক), তানভির হাসান (যুগ্ম সম্পাদক), খাদিজা খাতুন জিতু, ইসরাত ফারিয়া ও মোঃ রাকিবুল হাসান ইফাজ সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়াও মোবাশ্বিরা মোর্শেদ এশা এবং ইজাজ ইসাবা মৃত্তিকা সাংস্কৃতিক সম্পাদকের, আবদুল্লাহ আল জুবায়ের প্রকাশনা ও প্রচার সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করবেন।