• ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ঘাসফুল বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর

report71
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২৫, ১৩:০৩ অপরাহ্ণ
ঘাসফুল বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর

 

নাজমুজ সাকিব পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ঘাসফুল বিদ্যালয়ের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে নতুন সভাপতি হয়েছেন পবিপ্রবি’র পরিবেশ বিজ্ঞান ও দূর্যোগ ব্যবস্থাপনা অনুষদের তাসফিয়া আক্তার অর্পা ও সাধারণ সম্পাদক হয়েছেন আইন ও ভূমি প্রশাসন অনুষদের ওয়াসিফা রহমান অরনি।

এছাড়াও সহ-সভাপতি পদে আছেন কৃষি অনুষদে মোছা: ইসরাত জাহান প্রমা, আইন ও ভূমি প্রশাসন অনুষদের মৌনীলা কর্মকার এবং একই অনুষদের সাব্বির আহমেদ।

৫ জানুয়ারি ২০২৫ (রবিবার) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

সুশিক্ষাই হোক জাতি গঠনের হাতিয়ার; সুবিধাবঞ্চিত শিশুরাও পাক শিক্ষার অধিকার।” এই শ্লোগানকে সামনে রেখে ‘পবিপ্রবি’ সংলগ্ন এলাকাগুলোর যে সকল সুবিধাবঞ্চিত শিশুর অর্থাভাবে লেখাপড়া চালিয়ে যেতে কষ্ট হচ্ছে এসব শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে ২০১১ সালের ২৮ সেপ্টেম্বর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কিছু উদ্যমী শিক্ষার্থীদের অক্লান্ত প্রচেষ্টায় ‘ঘাসফুল বিদ্যালয় সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে।