• ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ছাত্র মজলিস বালাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ অনুষ্ঠিত

report71
প্রকাশিত জানুয়ারি ৬, ২০২৫, ০৩:৩৭ পূর্বাহ্ণ
ছাত্র মজলিস বালাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ অনুষ্ঠিত

 

হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস বালাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগ রবিবার (৫জানুয়ারী )উপজেলা মজলিস কার্যালয়ে সংগঠনের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ অনুষ্ঠিত হয়।

বালাগঞ্জ উপজেলা সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে বোয়ালজুড় ইউনিয়ন সেক্রেটারী রোম্মান আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট পশ্চিম জেলা শাখার বায়তুলমাল সম্পাদক রেজাউল করীম শাব্বির, প্রধান বক্তা ছিলেন বালাগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি ও খেলাফত মজলিস জেদ্দা মহানগর সভাপতি শায়খ মাওলানা আব্দুল মুকিত রুপাপুরী।

প্রধান অতিথি ও প্রধান বক্তার বক্তব্যে বলেন- ছাত্র মজলিস এদেশের দিশাহারা ছাত্র সমাজের চারিত্রিক নৈতিক অবক্ষয় রোধে প্রতিষ্ঠালগ্ন থেকে অভিভাবকের ভূমিকা পালন করে আসছে৷ ফলে এদেশের ত্রিধারা শিক্ষাব্যবস্থার ঐক্যবদ্ধ প্লাটফর্ম ছাত্র মজলিস আজ আপামর ছাত্রসমাজের কাছে একটি আদর্শিক ছাত্র সংগঠন হিসেবে বিবেচিত হয়। আগামীর দিনেও এদেশের ক্যাম্পগুলোতে ছাত্রসমাজকে সাথে নিয়ে সকল যৌক্তিক দাবির সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। ইনশাআল্লাহ!

বিশেষ অতিথি ছিলেন ছাত্র মজলিস বালাগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি বরেণ্য লেখক মুফতী হুসাইন আহমদ মিছবাহ, খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা আবদুল বাতেন, সাধারণ সম্পাদক মাওলানা কবি মীম হুসাইন-সহ ছাত্র মজলিসের বিভিন্ন শাখা দায়িত্বশীল নেতৃবৃন্দ।