• ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ছাত্রলীগের হামলার বিচার চেয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

report71
প্রকাশিত জানুয়ারি ৭, ২০২৫, ১৮:২৮ অপরাহ্ণ
ছাত্রলীগের হামলার বিচার চেয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

 

ওয়াহিদ-উন-নবী, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

সাম্প্রতিক সময়ে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের ওপর ছাত্রলীগ নেতাকর্মীদের নৃশংস হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদল। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে ছাত্রদল নেতাকর্মীরা ববি প্রশাসনিক ভবন-১ এর গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে ভিসি গেট হয়ে সেন্ট্রাল ফিল্ড পর্যন্ত এই বিক্ষোভ মিছিল করেন।

মিছিলে অংশ নিয়ে ববি ছাত্রদলের সাবেক সদস্য আরিফ হোসাইন শান্ত বলেন, “পতিত আওয়ামী-ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বাংলাদেশের শিক্ষার্থীদের আস্থাভাজন সংগঠন ছাত্রদল নিরন্তর অকুতোভয় অবস্থান নিয়ে নেতৃত্ব ও আত্মত্যাগের দিক দিয়ে সর্বোচ্চ অবদান রেখেছে। বিগত ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনামলে গুম-খুনের শিকার হয়েছেন কয়েক শতাধিক ছাত্রদল নেতাকর্মী। সর্বশেষ ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে শহীদ হয়েছেন ছাত্রদলের ১৪৩ জন নেতাকর্মী। এছাড়াও পঙ্গু ও আহত হয়েছেন অসংখ্যজন। তবুও বরিশাল বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ অরাজকতা সৃষ্টির চেষ্টায় লিপ্ত রয়েছে। সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা এই অরাজকতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করছি।”

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আজমাইন সাকিব বলেন, “বিগত ১৫ বছর ধরে সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ছাত্র রাজনীতিকে কলুষিত করা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট অপরাধীদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনতে হবে। বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আমরা এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই।”

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন আজমাইন সাকিব, মাহমুদ ইমরান, মো. আব্দুল্লাহ নূর কাফি, জিয়াদুর রহমান, এ আরাফাত, ওসমান সাকিব, মো. রিফাত মাহমুদ, মো. সাজ্জাদ হোসেন, মো. মিরাজ, মো. সাকিব মিয়া, সায়মন, তাহমিদ হক মামুন প্রমুখ।

এদিকে ছাত্রদলের নেতাকর্মীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় তাদের আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং দাবি আদায়ে কোনো ছাড় দেবেন না বলে জানান।