স্টাফ রিপোর্টার ॥ বরিশাল সদর উপজেলার নারী জেলেদের সরকারি তালিকায় অন্তর্ভুক্তির জন্য স্থানীয় কর্তৃপক্ষের সাথে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। সোমবার সেইন্ট-বাংলাদেশের হল রুমে এই সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: ইকবাল হাসান। অক্সফাম ও ইউরোপিয়ান ইউনিয়ন এর আর্থিক সহায়তায় কর্তৃক বাস্তবায়িত এই প্রকল্পের সভার সভাপতিত্ব করেন সেইন্ট-বাংলাদেশ এর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মো: বেলায়েত হোসেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মো: মহিউদ্দিন মানিক (বীরপ্রতীক), সনাক সভাপতি প্রফেসর শাহ শাজেদা, উপজেলা শিক্ষা অফিসার ফয়সাল জামিল, উপজেলা মৎস্য কর্মকর্তা মো: জামাল হোসেন ও উপজেলা নির্বাচন অফিসার আমির খসরু গাজী। এছাড়াও সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে যেমন উপজেলা প্রকৌশলী অফিস, উপজেলা সমাজসেবা কার্যালয়, এনজি কর্মকর্তা, সাংবাদিক এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সিভিল সোসাইটির ব্যক্তিবর্গ সভায় অংশগ্রহণ করেন। সভাটি পরিচালনা করেন উক্ত প্রকল্পের প্রকল্প সমন্বয়ক এস.এম. সিরাজুল ইসলাম। সভায় নারী জেলেদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার জন্য বাংলাদেশ মৎস্য আইন, বিধিমালার বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করা হয়। নারী জেলেদের কল্যান, সুরক্ষা এবং অন্তর্ভূক্তির জন্য নারী জেলেদের জন্য কাজের পরিবেশ নিরাপদ ও আরামদায়ক করার জন্য বিশেষ সুরক্ষা নীতিমালা তৈরি করা, গভীর সমুদ্রে বা দূরবর্তী স্থানে কাজ করার সময় নারীদের জন্য আলাদা আবাসন ও স্যানিটেশন সুবিধা নিশ্চিত করা, নারী শ্রমিকদের সমান কাজের জন্য সমান মজুরি নিশ্চিত করার আইনকে কঠোরভাবে প্রয়োগ করতে হবে, নারী জেলেদের জন্য আর্থিক সহায়তা ও সামাজিক সুরক্ষার জন্য বিশেষ তহবিল গঠন, নারী শ্রমিকদের জন্য প্রসূতি সুবিধা এবং সন্তান পরিচর্যার জন্য বিশেষ ছুটি ও আর্থিক সহায়তার ব্যবস্থা করা, স্বাস্থ্যসেবা কার্যক্রমের আওতায় নারী জেলেদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা চালু করা, কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে কার্যকর আইন এবং মনিটরিং ব্যবস্থা শক্তিশালী করা, নারীদের অভিযোগ জানানো ও সুরক্ষা পাওয়ার জন্য একটি সহজ পদ্ধতি চালু করা, নারী জেলেদের কাজের ঝুঁকি মোকাবিলার জন্য প্রশিক্ষণ এবং তাদের অধিকার সম্পর্কে সচেতন করার উদ্যোগ ও সমুদ্র নিরাপত্তা, স্বাস্থ্য, এবং প্রযুক্তি ব্যবহারের ওপর বিশেষ প্রশিক্ষণ দেওয়ার সুপারীশ করা হয়।