স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : নানা কর্মসূচীর মধ্য দিয়ে গোপালগঞ্জে তারুন্যের উৎসব পালিত হয়েছে। গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ এ কর্মসূচীর আয়োজন করে।
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই-নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে” আজ বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) সকাল ১১ টায় সদর উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে পরিষ্কার পরিচ্ছনতা ও মশকনিধন কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। পরে উপজেলা পরিষদ হল রুমে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিত ও “তারুন্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালার অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচীতে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও সরকারী কর্মকর্তা, সম্বনায়ক এবং বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারুন্যের উৎসব কর্মসূচীটি পুরো জানুয়ারী মাস জুড়ে জেলার বিভিন্ন উপজেলায় অনুষ্টিত হবে। #