• ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বরগুানয় জিপিএইচ ইস্পাত গ্রাহকদদের সাথে মতবিনিময় সভা

report71
প্রকাশিত জানুয়ারি ৯, ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ণ
বরগুানয় জিপিএইচ ইস্পাত গ্রাহকদদের সাথে মতবিনিময় সভা

 

সোহাগ হাওলাদার,বরগুনা :
বরগুনায় জিপিএইচ ইস্পাতের গুণগত মান নিয়ে শতাধিক গ্রাহকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৮ জানুয়ারি বুধবার রাতে বরগুনার আল মিজান শপিং কমপ্লেক্স এন্ড মসজিদ মার্কেটের ফুড ওয়াল্ড রেস্তোরাঁয় এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের বিভিন্ন ইস্পাতের মধ্যে অন্যতম একটি ইস্পাত হচ্ছে জিপিএইচ ইস্পাত। সংস্থাটি ২০০৬ সালের   প্রতিষ্ঠত হলেও ২০০৮ সালে এটির কার্যক্রম শুরু করে। বর্তমানে বাংলদেশের বিভিন্ন বড় বড় মেগা প্রজেক্টে এই জিপিএইচ ইস্পাতের ব্যবহার হচ্ছে। তারই ধারাবাহিকতায়, বরগুনায় গ্রাহকদের সাথে  জিপিএইচ ইস্পাতের গুণগত মান নিয়ে মতবিনিময় সভা করেন প্রযুক্তি সহায়ক ইঞ্জিনিয়ার সুব্রতো সূত্রধর।

এসময় উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগের  ম্যানেজার  ট্রেড সেলস এন্ড মার্কিটিং মো. রুহুল আমিন, জিপিএইচ ইস্পাতের বরগুনা জেলা পরিবেশক মো.আবু হানিফ দোলন সহ বরগুনা জেলায় জিপিএইচ ইস্পাত ব্যবহারকারী শতাধিক গ্রাহক ।

বরিশাল বিভাগের  ম্যানেজার  ট্রেড সেলস এন্ড মার্কিটিং মো. রুহুল আমিন বলেন, জিপিএইচ ইস্পাত শুধু বাংলাদেশে নয় এখন বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। সুনামের সাথে এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবত গ্রাহকদের দ্বারপ্রান্তে পৌঁছে দিচ্ছে। বাংলাদেশের যত বড় বড় প্রতিষ্ঠান রয়েছে সে সকল প্রতিষ্ঠানের জিপিএইচ ইস্পাত ব্যবহার করছে। যার প্রমান আপনারা ইতিমধ্যে দেখেছেন। নিশ্চিন্তে জিপিএইচ ইস্পাত কিনতে পারেন আশা করি প্রতারিত হবেন না।

জিপিএইচ ইস্পাতের বরগুনা জেলা পরিবেশক মো.আবু হানিফ দোলন বলেন,জিপিএইচ ইস্পাত বরগুনা সর্বপ্রথম আমি ডিলার শিপ নিয়েছি এবং সুনামের সাথে এখন পযন্ত জিপিএইচ ইস্পাতের পন্য বিক্রি করছি। ভালো মানের পণ্যের দাম থাকে বেশি। যার কারনে গ্রাহকদের চাহিদাও বেশি । ডিলার হিসেবে গত বছর আমি প্রথম হয়েছি এ বছরও প্রথম হয়েছি। সবাই বিশ্বস্থ পন্য কিনুন জিপিএইচ ইস্পাত এর সাথে থাকুন ।

অনুষ্ঠান শেষে অতিথিদেরকে জিপিএইচ ইস্পাত এর পক্ষ থেকে উপহার সামগ্রী দেওয়া হয়।