স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : টঙ্গীর ইজতেমার মাঠে নিরীহ মুসুল্লীদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদপন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত হত্যায় জড়িতদের গ্রেফতার ও নিষিদ্ধের দাবীতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মুসুল্লীরা।
গোপালগঞ্জ উলামা পরিষদ এ কর্মসূচী পালন করে।
আজ শুক্রবার (১০ জানুয়ারী) বাদ জুম্মা জেলা শহরের লঞ্চঘাট গোলচত্ত্বর এলাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা এমাম হুসাইন, মাওলানা মুহাম্মদ শহিদুল্ল, মাওলানা লুতফুল রহমান, মাওলানা সাফায়েত হোসেন, মাওলানা সুলতান আহাম্মেদ মেজবাহ বক্তব্য রাখেন।
বিক্ষোভ সমাবেশ শেষে ওই স্থান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কায্যালয়ের সমানে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, সাদপন্থীরা ইসলামের বিরুদ্ধে গিয়ে কায্যক্রম পরিচালনা করছে। কোন মসজিদে তাদের কায্যক্রম পরিচালনা করতে দেয়া হবে না। এই সন্ত্রাসী বাহিনীকে নিষিদ্ধ করে বিচারের আওতায় আনতে হবে। তা না হলে এই সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের ঘোষনা দেয়া হবে। #