স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর পক্ষ থেকে ৫ শতাধিক দিনমজুর ও দু:স্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (১১ জানুয়ারী) দুপুরে উপজেলা বিএনপির আহবায়ক এস এম মহিউদ্দিনের আলিঠাপাড়ার বাসভবন চত্ত্বরে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় সদস্য সচিব আবুল বাশার হাওলাদার, যুগ্ম আহবায়ক ফায়েকুজ্জামান শেখ, পৌর বিএনপির আহবায়ক ইউসুফ আলী দাড়িয়া, বিএনপি নেতা রফিকুল ইসলাম হাওলাদার, সলেমান মিয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখসহ বিএনপি ও অঙ্গসংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপির আহবায়ক এস এম মহিউদ্দিন বলেন, হঠাৎ করে দেশের বিভিন্ন স্থানের মত গোপালগঞ্জেও তীব্র শীত পড়েছে। এতে দিনমজুর ও দু:স্থ মানুষেরা শীতে কষ্ট পাচ্ছেন। তাদের কষ্ট লঘবে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর পক্ষ থেকে ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ হলো। #