• ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

হোয়াটসঅ্যাপ গ্রুপে স্বাস্থ্য সেবা দিয়ে প্রশংসিত চিকিৎসক

report71
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২৫, ০৩:৫৮ পূর্বাহ্ণ
হোয়াটসঅ্যাপ গ্রুপে স্বাস্থ্য সেবা দিয়ে প্রশংসিত চিকিৎসক

 

গৌরনদী প্রতিনিধি: বর্তমান সময়ে রোগব্যাধি যেন নিত্যদিনের সঙ্গী। এই সুযোগে ক্লিনিক-ডায়াগনস্টিক ব্যবসা এখন জমজমাট। অনেক সময় সামান্য রোগ নিয়ে গেলেও কতিপয় চিকিৎসক টেষ্ট লিখে দেন রোগীদের।

যে কারনে চিকিৎসা ব্যয়ের ক্রমবর্ধমান চাপে বিপর্যস্ত বিভিন্ন শ্রেনীপেশার মানুষ। তবে সাধারণ রোগ নিয়ে যাতে চিকিৎসকের কাছে যেতে না হয় এজন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছেন এক চিকিৎসক। যা ইতিমধ্যে বিভিন্ন শ্রেনীপেশার মানুষের জন্য আশার আলো হয়ে উঠেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই চিকিৎসকের নাম মোঃ মাহাবুব আলম মির্জা। তিনি বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক চিকিৎসক ও বর্তমানে শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেজিষ্টার হিসেবে কর্মরত।

সরকারী দায়িত্ব পালনের পাশাপাশি “স্বাস্থ্য গ্রুপ গৌরনদী-আগৈলঝাড়া” নামের হোয়াটসঅ্যাপ গ্রুপে খুলে সদস্যদের স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছেন। ২০২০ সালের মার্চে খোলা ওই গ্রুপে ইতিমধ্যে বিভিন্ন শ্রেনীপেশার প্রায় আটশ’ সদস্য যুক্ত রয়েছেন। যাদেরকে বিভিন্ন রোগ, রোগের ধরন ও প্রতিকার সম্পর্কে সচেতন করা হচ্ছে।

গ্রুপের একাধিক সদস্যরা জানিয়েছেন, সাধারণ রোগ সম্পর্কে গ্রুপে লিখলেই বিনামূল্যে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ পাওয়া যাচ্ছে। এতে একদিকে যেমন অর্থ সাশ্রয় হচ্ছে অপরদিকে সময় বেচে যাচ্ছে। অন্যান্য চিকিৎসকরা যদি এভাবে গ্রুপ খুলে রোগীদের সচেতনতার পাশাপাশি পরামর্শ সেবা দিতো তাহলে সাধারণ মানুষ আরো উপকৃত হতো।

এবিষয়ে গ্রুপ এডমিন ডাঃ মাহাবুব আলম মির্জা বলেন, গৌরনদী উপজেলা হাসপাতালে চাকুরীকালীণ সময়ে এ অঞ্চলের রোগী তথা বিভিন্ন শ্রেনীপেশার মানুষের সাথে একটা আত্মিক সম্পর্ক গড়ে ওঠে। যে কারনে অনেক সময় বিভিন্ন পরিচিতজন স্বাস্থ্যসেবা পেতে ফোন করেন। অনেক সময় ব্যস্ততার কারনে ফোন রিসিভ করা যায়ন

স্বাস্থ্য সেবার তথ্য সহজ করতে এবং রোগীদের দুর্ভোগ কমাতে হোয়াটসঅ্যাপে “স্বাস্থ্য গ্রুপ গৌরনদী-আগৈলঝাড়া” খোলা হয়েছে। স্বাস্থ্য সুরক্ষার ক্ষুদ্র জ্ঞানগুলো সবার মাঝে ছড়িয়ে পরলে অসুস্থতা প্রতিরোধে বড় ভূমিকা রাখতে পারে বলেও তিনি উল্লেখ করেন।