সোহাগ হাওলাদার,বরগুনাঃ
বরগুনার বামনা উপজেলায়
বিএনপির চেয়ারপার্সন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও খন্দকার মাহবুব হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ দোয়া মোনাজ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১৫ জানুয়ারি) দুপুর ২ টার দিকে বামনা উপজেলার খোল পাটুয়া খন্দকার মাহবুব হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কোরআন খতম, দোয়া মিলাদ মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরন অনুষ্ঠানে, আব্দুর রশিদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মিজানুর রহমান খান জাকির।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ চান মিয়া খান, মোঃ ফরিদ মেম্বার, মোঃ ফেরদৌস আহম্মেদ, মোঃ সোহরাব, মিরাজ হোসেন, মোসা. আয়েশ মেম্বার। অধ্যক্ষ খোলপটুয়া আলিম মাদ্রাসার মোঃ আবু জাফর, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মামুনুর রশীদ, এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ সহ প্রায় কয়েক হাজার মানুষ প্রমুখ।
এসময় প্রধান অতিথি মোঃ মিজানুর রহমান খান জাকির বক্তব্যে বলেন, খন্দকার মাহবুব হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ও বিএনপির চেয়ারপার্সন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি সু-স্বাস্থ্যতার সহিত সু- দীর্ঘ নেক হায়াতের জন্য সকলের কাছে দোয়া চায়। এসময় তিনি আরও বলেন দীর্ঘ ১৫ বছরে আওয়ামী লীগ যে অপকর্ম করেছে তার কারণে প্রধানমন্ত্রীসহ সকল মন্ত্রী-এমপিদের দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। সাধারণ মানুষ যারা আওয়ামী লীগ সমর্থন করত তারাও আজ আওয়ামী লীগকে ঘৃণা করে বলেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ ঢাকা মহানগর উত্তর এর সভাপতি মিজানুর রহমান খান জাকির।