• ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ অনুষ্ঠিত

report71
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২৫, ১২:০৩ অপরাহ্ণ
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার:
“এশো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার বামনা উপজেলায় তারুণ্যের উৎসব ২০২৫ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ (জানুয়ারি) উপজেলা প্রকৌশলী গোলাম মোস্তফা এর সভাপতিত্বে সকাল ১১ টায় উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠানে তরুন সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আয়োজনে উক্ত কর্মশালায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা: নিকহাত আরা ও বিশেষ অতিথি এবং উপজেলা বিএনপি’র আহবায়ক, তারুণ্যের আইকন ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা তাদের বক্তব্যে বলেন- ৪৭ এ দেশভাগের পর ৫২’র ভাষা-আন্দোলনের মধ্য দিয়ে দেশে সূচিত হয় তারণ্যের প্রথম অধিকার আদায়ের অর্জন। একেরপর এক স্বাধিকার, অধিকার আদায় করে গত ৫ আগস্ট গণবিপ্লবে “মহাবিজয়” এসব কিছুরই উত্তরাধিকার আমাদের তরুন সমাজ। ধর্মীয় নৈতিকতা মেনে তরুণদের হতে হবে বিশ্বমানের। তবেই অর্জিত হবে নতুন বাংলাদেশ।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনায়েত কবির হাওলাদার, উপজেলা জামায়েত ইসলামের সেক্রেটারি সাইফুল্লাহ মানসুর, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি হাজী আব্দুস সোবাহান খান, বামনা প্রেসক্লাব সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মোল্লা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও বামনা বণিক সমিতির সাধারণ সম্পাদক রায়হান নাজির ধলু, বামনা কলেজ ছাত্রদলের আহ্বায়ক সুজন মিয়াসহ প্রমুখ। অনুষ্ঠানে বামনা ওলামা দলের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আল-আমিন পবিত্র কোরআন তিলাওয়াত করেন। গীতা পাঠ করেন প্রদেশ মিস্ত্রি।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উপজেলা বন কর্মকর্তা সাইদুর রহমান মানিক।