• ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

বরিশালে কমরেড অমল সেনের মৃত্যুবার্ষিকী পালন।

report71
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২৫, ১০:০৩ পূর্বাহ্ণ
বরিশালে কমরেড অমল সেনের মৃত্যুবার্ষিকী পালন।

এদেশের বাম কমিউনিস্ট রাজনীতির পুরোধা, ঐতিহাসিক তেভাগা ও বৃটিশ বিরোধী লড়াইয়ের নেতা এবং মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি কমরেড অমল সেনের ২২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে (১৭ জানুয়ারি) বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা কমিটির উদ্যোগে সকাল ১০ ঘটিকায় ফকিরবাড়িস্থ পার্টির জেলা কার্যালয়ে অমল সেনের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন পার্টি নেতৃবৃন্দ,জাসদ,গণফোরাম ছাত্র মৈত্রী,শ্রমিক ফেডারেশন।জেলা সভাপতি কমরেড নজরুল হক নীলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন গণফোরামের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এড.হিরণ কুমার দাশ মিঠু,জাসদ জেলা সভাপতি এড.হাই মাহবুব, বাকশিস নেতা আমিনুল ইসলাম খোকন, কৃষক নেতা আবুল কালাম আজাদ,শ্রমিক ফেডারেশন জেলা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী,ছাত্র মৈত্রী জেলা নেতা জাহিদ চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, কমরেড অমল সেন জমিদারের সন্তান হয়েও তিনি জমিদারি প্রত্যাখ্যান করেন, তিনি ব্রিটিশ বিরোধী সংগ্রাম,তেভাগা আন্দোলনের পুরোধা এবং মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠকের ভুমিকা পালন করেন। কমরেড অমল সেন নিপীড়িত মানুষের জন্য লড়াই করতে গিয়ে জীবদ্দশার ১৯ বছর বিভিন্ন জেলে কাটিয়েছেন,তিনি স্বপ্ন দেখেছেন বৈষম্যহীন সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার। তার এই ত্যাগ এবং আদর্শকে ধারণ করে আমাদের সংগ্রাম এগিয়ে নিতে হবে।