• ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

শীতার্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বরিশাল প্রকৃতি ও জীবন ক্লাব

report71
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২৫, ১৩:৫১ অপরাহ্ণ
শীতার্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বরিশাল প্রকৃতি ও জীবন ক্লাব

বরিশাল : অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব ‘মানুষ মানুষের জন্য’। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত। প্রকৃতি ও জীবন ক্লাব বরিশালের আয়োজনে শীতার্ত ও গরীব অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ কালে বক্তারা একথা বলেন। 
জাহানারা ইসরাইল স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে এই শীত বস্ত্র বিতরণ করা হয় । ক্লাবের সভাপতি অধ্যাপক মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন বরিশাল জেলা প্রশাসক মো: দেলোয়ার হোসেন। ক্লাবের সাধারণ সম্পাদক অ্যালবার্ট রিপন বল্লভের সঞ্চালনায় শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাহানারা ইসরাইল স্কুল এন্ড কলেজ চেয়ারম্যান সাহলে এম শেলী ও চ্যানেল আই প্রতিনিধি ও ক্লাবের সমন্বয়কার সাংবাদিক সাঈদ পান্থ।