স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে দেশীয় অস্ত্র, পিক-আপ ভ্যানসহ ৬ ডাকাতকে আটক করেছে স্থানীয়রা। পরে আটককৃতদের মুকসুদপুর থানা পুলিশের হস্তান্তর করা হয়।
আজ সোমবার (২০ জানুয়ারী) ভোররাত ৪টার দিকে মুকসুদপুর উপজেলার ফুলারপাড় বাজার থেকে এদের আটক করা হয়।
মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত শীতল চন্দ্র পাল বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলো, সবুজ ফকির (২৫), রিয়াজ মোল্লা (২২), তুফান শেখ (২৪), সাকিব শেখ(২৫), সালাম বেপারী(২৫), শাহিন খান (২৬)।
স্থানীয়রা জানিয়েছে, মুকসুদপুর উপজেলার ফুলারপাড় বাজারে বিগত ১৫ দিনের ভিতর ৮-১০টি পরিবারের গরু ও কয়েকটি দোকানে চুরির ঘটনা ঘটে। এতে এলাকার লোকজন আতংকিত হয় বাজারে পাহারার ব্যবস্থা করে।
পরে আজ রোববার গভীর রাতে অজ্ঞাতনামা ৬ জন লোক ফুলারপাড় বাজারে পিক-আপ নিয়ে অবস্থান করছিল। এসময় তাদের গতিবিধি দেখে সন্দেহ হলে তাদেরকে আটক করে স্থানীয়রা। এসময় তাদের কাছে থাকা পিক-আপটি ভাংচুর করা হয়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে মুকসুদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপতার করে।
মুকসুদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শীতল চন্দ্র পাল জানান, ভোররাতে উপজেলার ফুলারপাড় বাজার থেকে স্থানীয়রা ৬ জনকে ডাকাতি প্রস্তুতিকালে আটক করে পুলিশে সোপর্দ করে। আইনগত প্রক্রিয়া শেষে গোপালগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। #