• ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

মাদক ও জিন প্রতারনাকে যারা প্রশ্রয় দিবে তাদেরকে আইনের আওতায় আসতেই হবে :হাফিজ ইব্রাহিম

report71
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২৫, ১৫:১৪ অপরাহ্ণ
মাদক ও জিন প্রতারনাকে যারা প্রশ্রয় দিবে তাদেরকে আইনের আওতায় আসতেই হবে :হাফিজ ইব্রাহিম

মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা প্রতিনিধি:
বর্তমান সরকার ভোট পিছানোর জন্য কালক্ষেপন করছে কারন ক্ষমতা এমন একটা জিনিস চেয়ারে বসলে ক্ষমতাবানদের চেহারার কালার পরিবর্তন হয়ে যায় এমন মন্তব্য করেছেন আলোচিত ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের আপন বড় ভাই ভোলা ২ আসনের সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাফিজ ইব্রাহিম।
সোমবার ২০ জানুয়ারি সকালে বোরহানউদ্দিন উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের সাথে প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্য এমন মন্তব্য করেছেন তিনি।
এসময় তিনি আরো বলেন,জামায়াত ইসলাম সবসময়ই সুবিধাবাদী রাজনীতে করে,তারা বিএনপিকে ব্যবহার করে রাজনীতি করেছে,১৯৯৬ সালে বিএনপির বিরুদ্ধে গিয়ে আওয়ামীলীগের সাথে তারা জোট করেছে পরে সেই আওয়ামীলীগ ই তাদের ব্যান করল,মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত করে তাদের নেতৃবৃন্দের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করল কিন্ত তারা সবসময়ই বিএনপির বিরুদ্ধে বলে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।
এ সময় তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন, তিনি বলেন মাদক ও জিনের পক্ষে যেই অবস্থান করবে তার বিপক্ষে আমি চলে যাব, এ ব্যাপারে কোনরকম ছাড় দেওয়া যাবে না,আপনারা মাদকের পক্ষে কোন সুপারিশ করবেন না তাহলে আপনাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানার সভাপতিত্বে উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট কাজী আজমের সঞ্চলনায় এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান,যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম ফিরোজ কাজী,যুগ্ম আহ্বায়ক শহীদুল আলম নাসিম কাজি,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির,মহিলা দলের সভাপতি খালেদা খানম,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির সেলিম,উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ইদ্রিস মিয়া,গঙ্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাইনুউদ্দিন কাজি,যুবদলের আহ্বায়ক শিহাব উদ্দিন,সদস্য সচিব জসিম উদ্দিন খান,যুগ্ম সদস্য সচিব ফখরুল ইসলাম মিঠু,
ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মাতাব্বর,পক্ষিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব তৈয়বুর রহমান মাতাব্বর প্রমুখ।