• ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

নীলু মনু ট্রাস্ট ও পাবলিক লাইব্রেরীর আসাদ দিবস পালন

report71
প্রকাশিত জানুয়ারি ২১, ২০২৫, ০৬:৩০ পূর্বাহ্ণ
নীলু মনু ট্রাস্ট ও পাবলিক লাইব্রেরীর আসাদ দিবস পালন

(২০ জানুয়ারি ২০২৫) নিলু মনু ট্রাস্ট পাবলিক লাইব্রেরির উদ্যোগে ৬৯’র গণঅভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদের ৫৬ তম মৃত্যুবার্ষিকীতে বিকেল ৪ টায় নীলু মনু ট্রাস্ট পাবলিক লাইব্রেরীতে আসাদের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ট্রাস্টের সভাপতি নজরুল হক নিলুর সভাপতিত্বে, বক্তব্য রাখেন, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মিজানুর রহমান, ওয়ার্কার্স পার্টি নেতা আবুল কালাম,বাকশিস নেতা আমিনুর রহমান খোকন,অধ্যাপক বিমল চক্রবর্তী,বাসদ নেতা সাইদুর রহমান,অধ্যাপক,কবি জামাল আজাদ,সুজয় সেন,প্রাক্তন ছাত্রনেতা শামিল শাহরোখ তমাল প্রমুখ।
বক্তারা বলেন,আসাদের আত্মত্যাগের মধ্য দিয়ে ৬৯’র গণঅভ্যুত্থানে স্বৈরশাসক আয়ুবের পতন ঘটে। পরবর্তীতে, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের আত্মপ্রকাশ ঘটে,তবে আসাদের যে স্বপ্ন ছিল জনগণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আমরা এখনো গড়ে তুলতে পারিনি,যতদিন না আসাদের স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে ততদিন বাম-প্রগতিশীল, মুক্তিযুদ্ধের চেতনার শক্তিতে ঐক্যবদ্ধভাবে লড়াই এগিয়ে নেয়ার আহ্বান জানান।