• ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ থেকে বের হয়ে নিজস্ব ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত

report71
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০২৫, ০৫:৪৮ পূর্বাহ্ণ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ থেকে বের হয়ে নিজস্ব ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত

ওয়াহিদ-উন-নবী, বরিশাল বিদ্যালয় প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে সরে এসে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার (২২ জানুয়ারি) এই সিদ্ধান্তের প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। এর আগে, গত ২৩ নভেম্বর গুচ্ছ পদ্ধতি থেকে সরে আসার প্রাথমিক নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল।

অফিস আদেশ অনুযায়ী, গত মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ৯টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৪৮তম (জরুরি) সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে বরিশাল বিশ্ববিদ্যালয় আর গুচ্ছভুক্ত ভর্তি প্রক্রিয়ায় অংশ নেবে না। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে স্নাতক (সম্মান) পর্যায়ে ভর্তি পরীক্ষা নিজস্ব ব্যবস্থাপনায় গ্রহণ করা হবে।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন বলেন, “আমরা গুচ্ছ থেকে সরে এসে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে চাই। ইতোমধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নোটিস আকারে প্রকাশ করেছি। এর আগে বিষয়টি নিয়ে আমরা কয়েকবার আলোচনা করেছি, এবং শিক্ষকেরা এ সিদ্ধান্তে জোরালো সমর্থন দিয়েছেন।”

বিশ্ববিদ্যালয়ের এ সিদ্ধান্তকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তবে কর্তৃপক্ষের আশা, নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের মাধ্যমে শিক্ষার মান আরও উন্নত করা সম্ভব হবে।