• ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

বোরহানউদ্দিনে পূর্ব শত্রুতার জের ধরে প্রবাসীকে পিটিয়ে জখমের অভিযোগ

report71
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০২৫, ১৪:৪০ অপরাহ্ণ
বোরহানউদ্দিনে পূর্ব শত্রুতার জের ধরে প্রবাসীকে পিটিয়ে জখমের অভিযোগ

ভোলা জেলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনে পূর্ব শত্রুতার জের ধরে বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নে কুয়েত প্রবাসী শাহিন (৩৫) নামের এক যুবককে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে তারই আপন চাচাতো ভাই ও বোনদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার ২৩ শে জানুয়ারি সকালে বাটামারা গ্রামে কুয়েত প্রবাসী শাহিনের নিজ বাড়িতে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
শাহিনের ভাগিনা মোঃ শামীম আহমেদ সোহান সাংবাদিকদের অভিযোগ করে বলেন, তার মামা গত ১৫ই জানুয়ারী কুয়েত থেকে ছুটিতে দেশে আসে। দেশে আসার পর শাহিনের কাছে তার চাচাতো ভাই কিছু টাকা ধার চায় পরবর্তীতে সে টাকা দিতে অস্বীকৃতি জানায়,এছাড়া তাদের সাথে জমি-জমা নিয়ে দীর্ঘদিন যাবৎ পারিবারিকভাবে বিরোধ চলে আসছে।
কিন্তু পূর্ব পরিকল্পিতভাবে ২৩ জানুয়ারি বৃহস্পতিবার সকালে শাহিনের চাচাতো ভাই সোহাগের নেতৃত্বে লাইজু, লাকি, লাবনী, ইমন, সুমি সহ অজ্ঞাত আরো ৮ থেকে ১০ জন লাঠি সোঠা নিয়ে শাহিনের উপর অতর্কিতভাবে হামলা চালিয়ে বেদড়ক মারধর করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক শাহীনকে সেখান থেকে ভোলা সদর হাসপাতালে প্রেরন করে,বর্তমানে তিনি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এদিকে এ ঘটনাকে আড়াল করতে শাহিনের উপর পরকীয়ার দোষ চাপিয়ে উল্টো তাকে ফাঁসাতে চাচ্ছে বলেও জানা তার পরিবার।
এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন থানার ওসি মোঃ সিদ্দিকুর রহমান বলেন,এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।