২০ জানুয়ারি ২০২৫, সকাল ১০ সাড়ে টায় ঢাকার পরিবাগে অবস্থিত সংস্কৃতি বিকাশ কেন্দ্রে বাংলাদেশ গণশিল্পী সংস্হার জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মাধ্যমে এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন প্রয়াত গণশিল্পী ও গবেষক ড. সয়ম্ভু সরকারের স্ত্রী এবং বরিশাল অমৃত লাল দে মহাবিদ্যালয়ের অধ্যাপক দীপ্তি ঘোষ সরকার।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “বর্তমান সময়ে মানবিকতা চরম বিপর্যয়ের মুখোমুখি। মানুষের লোভ ও মোহ মানবিক মূল্যবোধকে ক্ষতিগ্রস্ত করছে। এজন্য আমাদের ঐক্যবদ্ধভাবে একটি মানবিক সমাজ গড়ে তোলার জন্য কাজ করতে হবে।”
সভাপতিত্ব করেন মিনা মিজানুর রহমান।
“বুদ্ধিবৃত্তিক চর্চায় সাংস্কৃতিক আন্দোলনের ভূমিকা” শীর্ষক আলোচনায় অংশ নেন নাট্যজন খায়রুল আলম সবুজ, শিল্পী তিমির নন্দী এবং ফকির সিরাজুল ইসলাম।
সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন অধ্যাপক আব্দুস সালাম।

এই সম্মেলনে সর্বসম্মতিক্রমে নাট্যজন কায়রুল আলম সবুজকে সভাপতি, মিনা মিজানুর রহমানকে নির্বাহী সভাপতি, ফিরোজ আহম্মদ বাবলুকে সাধারণ সম্পাদক এবং জাহিদ সুলতান শাওনকে সাংগঠনিক সম্পাদক করে ৪৫ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করা হয়।
জাতীয় এই সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় দেড়শত প্রতিনিধি ও পর্যবেক্ষক অংশগ্রহণ করেন।
সম্মেলনটি নতুন সাংগঠনিক পরিকল্পনা প্রণয়ন এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছে।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।