গলাচিপা,পটুয়াখালী,প্রতিনিধি
দূর্বিত্তদের অতর্কিত হামলায় ইউ পি সদস্য গুরুতর আহত হওয়ার অভিযোগ।হাসপাতালে ভর্তি চলছে মামলার প্রস্তুতি।
ঘটনাটি ঘটেছে গত ২৪ জানুয়ারি রোজ শুক্রবার সন্ধ্যা ছটায় ডাকুয়া ইউনিয়নের ব্রিজ বাজার নামক স্থানে। স্থানীয় আরিফ প্যাদা এর চা-পানের দোকানে চা খেতে গেলে ত্রিশ-পয়ত্রিশ জনের দুর্বৃত্তরা সংঘবদ্ধ হয়ে অতর্কিত হামলা চালায়। এতে ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড ইউ পি সদস্য মোঃ মহিউদ্দিন মিয়া আহত হয়ে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
আহত ইউ পি সদস্য মোঃ মহিউদ্দিন মিয়া জানান,শুক্রবার সন্ধ্যায় এলাকার ওয়াজ মাহফিলে যাওয়ার প্রস্তুতি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে ব্রিজ বাজার আরিফ এর চায়ের দোকান পৌছালে দুর্বৃত্তরা এলোপাতাড়ি হামলা চালায়। হামলাকারীদের সকলকে চিনতে না পারলেও আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাসান মল্লিক ঐ সংঘবদ্ধ দুর্বৃত্তদের সাথে উপস্থিত ছিলেন।
এ সময় তিনি আরও বলেন,হামলাকারীদের সাথে কোন বিরোধ ছিলনা এবং এখনো নেই তবে কি কারণে আমাকে লাঞ্ছিত করেছে তা আমার জানা নেই।
এ বিষয়ে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা:নোমান পারভেজ জানান,গত কাল রাত আটটায় স্থানীয় লোকজন মহিউদ্দিন মিয়া কে স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে আসেন। তাৎক্ষণিক আহত ইউ পি সদস্য মহিউদ্দিন কে চিকিৎসা দেয়া হয়েছে এবং আমার চিকিৎসাধীন রয়েছেন।