• ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

ববিতে ছাত্রলীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

report71
প্রকাশিত জানুয়ারি ২৫, ২০২৫, ১৫:১৯ অপরাহ্ণ
ববিতে ছাত্রলীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

ওয়াহিদ-উন-নবী, ববি প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে সক্রিয় ছাত্রসংগঠনগুলো সম্মিলিতভাবে বিক্ষোভ মিছিল করেছে। তারা ক্যাম্পাসকে ফ্যাসিবাদের দোসরমুক্ত ঘোষণা করার দাবি জানিয়ে ছাত্রলীগ-বিরোধী মোর্চা গঠনের কথা উল্লেখ করে।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচে (গ্রাউন্ড ফ্লোর) বিক্ষোভ মিছিল শুরু হয়। এটি ক্যাম্পাস সংলগ্ন মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় গ্রাউন্ড ফ্লোরে ফিরে এসে অবস্থান নেয়। বিক্ষোভে শিক্ষার্থীরা চার দফা দাবি উপস্থাপন করে।

মূলত, গত শুক্রবার সন্ধ্যায় জুলাই অভ্যুত্থান নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রলীগ কর্মী শাহরিয়ার সানকে শিক্ষার্থীরা ধরে সিকিউরিটি রুমে আটক করে তালাবদ্ধ করে রাখে। পরবর্তীতে সানের সহপাঠীরা সিকিউরিটি রুমের দরজা ভেঙে তাকে ছাড়িয়ে নিয়ে যায়। এই ঘটনার পর বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ছাত্রসংগঠনগুলোর প্রতিক্রিয়া
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের আহ্বায়ক শহিদুল ইসলাম শাহেদ বলেন, “গতকাল একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। শাহরিয়ার সানকে যারা ছাড়িয়ে নিয়ে গেছে, তারা সহপাঠী পরিচয়ধারী ছাত্রলীগ কর্মী। আমরা প্রশাসনকে জানাতে চাই, বিশ্ববিদ্যালয়ের সকল সংগঠন ও শিক্ষার্থীরা ছাত্রলীগের বিরুদ্ধে একতাবদ্ধ। দ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনা হোক।”

ইতিহাস বিভাগের (২০১৮-১৯) শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী মোশাররফ বলেন, “নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে বারবার দাবি জানানো হলেও প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ছাত্রলীগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি।”

ছাত্রলীগ-বিরোধী মোর্চার দাবিগুলো:
১. ২০২৪ সালের ২৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ কর্মীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ও একাডেমিক শাস্তির আওতায় আনতে হবে।
২. ২৪ জানুয়ারি ক্যাম্পাসে হামলা ও ভাঙচুরে জড়িতদের বিরুদ্ধে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একাডেমিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৩. নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কোনো নেতাকর্মী বিশ্ববিদ্যালয়ের সামাজিক বা সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্ব দিতে পারবে না।
৪. ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিদ্রুত যথাযথ পদক্ষেপ নিতে হবে।

প্রক্টরের প্রতিক্রিয়া
এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ টি এম রফিকুল ইসলাম জানান, “আজ সকালেই এ ঘটনায় মামলা হয়েছে। বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।”