মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনের টগবী ইউনিয়নের মুলাইপত্তন গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
২৪ জানুয়ারি শুক্রবার বিকেলে মোঃ নয়ন নামে এক ব্যক্তির বাড়িতে এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।
মোঃ নয়ন অভিযোগ করে সাংবাদিকদের বলেন, কয়েক মাস পূর্বে বিদেশ থেকে দেশে এসে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে একটি ঘের তৈরি করেন তিনি,সেই ঘেরে
তিনি সহ তার পরিবার শুক্রবার দিন দুপুরে ঘর তালাবদ্ধ রেখে কাজ করতে যায় এবং বিকেল পাঁচটায় ঘরে এসে দেখেন পিছনের দরজা খোলা এবং ঘর থেকে নগদ ১ লাখ ৫ হাজার টাকা,৯০০ শত রিঙ্গিন,৩ টি স্বর্ণের চেইন,২ জোড়া স্বর্ণের কানের দুল,২ টি স্বর্ণের আংটি সহ ৬ লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে যায়,তবে এ ঘটনা কে বা কাহারা ঘটিয়েছে সেটা এখনো চিহ্নিত করতে পারেননি তারা।
তিনি আরো বলেন,বিষয়টি নিয়ে আতঙ্কে দিন কাটছে তাদের।
এই বিষয়ে বোরহানউদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও জানান তিনি।
বোরহানউদ্দিন থানার ওসি মোঃ সিদ্দিকুর রহমান বলেন, চুরির ঘটনার একটি অভিযোগ পেয়ে ঘটনা স্থলে বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম পাঠানো হয়েছে,তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।