স্টাফ রিপোর্টার ॥ শিক্ষা খাতে ”আগামীর বাজেট: অংশীজনের প্রত্যাশা” শীর্ষক মতবিনিময় সভা বরিশালে অনুষ্ঠিত হয়েছে। সেইন্ট বাংলাদেশের আয়োজনে গণসাক্ষরতা অভিযান ও এডুকেশন আউট লাউট এর সহযোগিতায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসি কান্ত হাজং। সেইন্ট বাংলাদেশ বরিশালের প্রশিক্ষণ কেন্দ্রে সেইন্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বীর প্রতীক কে. এস. এ মহিউদ্দিন মানিক, সরকারি বরিশাল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক লতিফা আখতার, অধ্যাপক শাহ সাজেদা, অধ্যাপক জাহানারা বেগম, অধ্যাপক মাহাবুল আলম ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফয়সাল জামিল। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন গণসাক্ষরতা অভিযানের ব্যবস্থাপক (কর্মসূচি) আবদুর রউফ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সেইন্ট বাংলাদেশের উপ-পরিচালক আহসান মুরাদ চৌধুরী। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা সহকারী মাধ্যমিক অফিসার মাহাবুবুল হাসান, ওয়ার্ল্ড ভিশন এ ডি পি এম অগাস্টিন সরকার, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি শুভঙ্কর চক্রবর্তী, খেয়ালী গ্রুপ থিয়েটারের সভাপতি সিরাজুম মুনির টিটু, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক মিন্টু কুমার কর, উন্নয়ন সংগঠন আরোহীর নির্বাহী পরিচালক খোরশেদ আলম, শিক্ষার্থী তাহিরা ইসলাম প্রমূখ। সভায় বক্তারা বলেন, একটি দেশের বাজেটের তিনটি প্রধান লক্ষ্য থাকে—উৎপাদন, উন্নয়ন ও কল্যাণ। এই বাজেটের মাধ্যমে একটি দেশের উৎপাদন বাড়ানোর চেষ্টা থাকে, সঙ্গে উন্নয়নকে ত্বরান্বিত করার প্রচেষ্টা থাকে। সর্বোপরি সবার কল্যাণ সাধনের চেষ্টা অব্যাহত থাকে। আমাদের জাতীয় বাজেটে মোট ১৫টি সেক্টরে উন্নয়ন বরাদ্দ দেওয়া হয়। এছাড়া স্থানীয় সরকারগুলোকে যেমন—ইউপি, উপজেলা, জেলা প্রভৃতিতেও বরাদ্দ দেওয়া হয়। আমরা সবসময় শিক্ষার গুণগত মান বাড়াতে শিক্ষা ক্ষেত্রে মোট জিডিপি’র ৫% ও মোট বাজেটের ২০% বরাদ্দের দাবী জানাচ্ছি।