• ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

মেহেন্দিগঞ্জে ৯১ জন জেলের মাঝে বকনা বাছুর বিতরণ।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ণ
মেহেন্দিগঞ্জে ৯১ জন জেলের মাঝে বকনা বাছুর বিতরণ।

মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ–

বিকল্প জীবিকা অর্জনের জন্য মেহেন্দিগঞ্জে  ৯১ জন জেলেকে একটি করে বকনা বাছুর দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা’ প্রকল্পের আওতায় এসব বকনা বাছুর বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরান হোসেন, সমবায় কর্মকর্তা মোঃজাহিদ হোসেন শেখ , পল্লী উন্নয়ন অফিসার পারভেজ আলম, পল্লী সঞ্চয় ব্যাংক ম্যানেজার মাসুদ হোসেন সাংবাদিক আবুল কালাম,

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন,আপনাদের মাছ ধরা বন্ধ থাকে, তখন আপনাদের (জেলে) বিকল্প জীবিকার্জনের জন্য গরু দেওয়া হলো। গরুটি বিক্রি না করে লালন পালন করে স্বাবলম্বী হবেন।’